Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঈদ উল আযহা'এর ছুটিতে ও সদর পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকার্যক্রম চলমান।
বিস্তারিত

ঈদ উল আযহার লম্বা ছুটিতেও( ০৫জুন -১৪জুন/২০২৫) ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা চলমান ছিলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিষ্ঠান কক্সবাজার মা ওশিশু কল্যান কেন্দ্রে। 

তাছাড়া সদরের খুরুশকুল ইউনিয়ন ও ভারুয়াখলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সীমিত পর্যায়ে জরুরি প্রসব সেবা চালু ছিল।

ঈদ উল আযহা,র তৃতীয় দিন কক্সবাজার মা ও শিশু কল্যান কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা এম ও এমসিএইচ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিক আল্লাম আসিফ। 

পরিদর্শন কালে ডিউটিরত ভিজিটরের সাথে মহিলা ওয়ার্ড এ ভর্তিকৃত ডেলিভারি রোগীর সাথে কথা বলেন। তিনি বলেন- ঈদের এই ৩ দিন ১৬টি স্বাভাবিক প্রসব সেবা সম্পন্ন হয়। রোগীর এটেন্ড্যান্ট রা ও এ সেবায় সন্তোষ প্রকাশ করেন। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/06/2025
আর্কাইভ তারিখ
18/06/2026